চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বীর চট্টলা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা

২৮ এপ্রিল, ২০১৯ | ২:২৩ পূর্বাহ্ণ

আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনোপলক্ষে প্রাক প্রস্তুতি সভা গতকাল ২৭ এপ্রিল সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জন্মশত বার্ষিকী উদ্যাপন পরিষদের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ্ উদ্দীন, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, এম এ সবুর। সভায় আগামী ২০২০ সালে ১৫ আগস্ট থেকে তৎপরবর্তী ২৬ মার্চ মুজিববর্ষ পালনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সফল করার লক্ষে চট্টগ্রামসহ বিভিন্ন সেক্টরে মুক্তিযোদ্ধাদের সমন্বিত করে একটি প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে চেয়ারম্যান, নাট্যজন সজল চৌধুরীকে সদস্য সচিব, জসিম উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী, লায়ন ডা. আর কে রুবেলকে যুগ্ম সচিব মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে ঘিরে মুজিববর্ষ পালনের উদ্যোগ বাঙালির জীবনধারার জন্য একটি অনন্য ঘটনা। এই মুজিববর্ষ পালনের মধ্য দিয়ে আমরা অস্তিত্বের শিকড়কে অনুসন্ধান করবো এবং প্রজন্ম পরম্পরায় এই অনুসন্ধানের সুফলবার্তা ছড়িয়ে দিতে হবে। তাই আজ থেকেই এই কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে এই উদ্যোগ সফল হবে বলে আমি মনে করি। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, শামসুল হুদা, দিলীপ কুমার দাশ, দয়াল হরি দে, মো. বাদশা মিয়া, মো. হেলাল উদ্দিন, রাখাল চন্দ্র ঘোষ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট