চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফুটপাত-রাস্তায় পণ্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি: ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

নগরীর ফুটপাত ও রাস্তায় পণ্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে  ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ী নেওয়াজ হোটেলের মোড় এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করা এবং দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ ও পন্য সামগ্রী অপসারন করা হয়। এসময় ফুটপাত ও রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানের পন্য সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৮ প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে জুবিলী রোডস্থ শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটের সম্মুখের অবৈধ ভাসমান দোকানপাট অপসারন করা হয় ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট