চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডা. শাহাদাত

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে এগিয়ে আসতে হবে

৮ জুন, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন গত ৬ জুন বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন জামাল খান রিমা কনভেনশন সেন্টারে দলীয় নেতা-কর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ-মাহফিল শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র উপদেষ্টা সুকোমল বড়–য়া, কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কাজী আকবর, সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, জয়নাল আবেদীন, মাহবুবুল হক, ইকবাল চৌধুরী, পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক আহমেদ, নসরুল কদির, এডভোকেট মফিজুল হক ভুইয়া, সাংবাদিক জাহিদুল করিম কচি, এডভোকেট জহিরুল আলম, ডা. তমিজউদ্দিন মানিক, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. আব্বাস উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, নগর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, শাহ আলম, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমিশনার আবুল হাসেন, মো. শামসুল আলম, ইসহাক চৌধুরী আলিম, সম্পাদক শিহাব উদ্দিন মোবিন, এম আই চৌধুরী মামুন, ডা. সরওয়ার আলম প্রমুখ। এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, বেনাপোল সীমান্তে হামিদা বানু ২ শিশু সন্তানকে কাপড় দিতে না পারে হত্যা করে নিজেও আত্মহত্যা করে। এতে প্রমাণিত হয় দেশের মানুষের কি দুর্দশা। এই সময় মেগা উন্নয়ন বা জি ডি পি ৭.৫ ডলার বা মাথাপিছু আয় ১৭৯০ ডলার যেটাই বলা হোক না কেন তা হাস্যকর। এই সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই অবৈধ সরকার ২৯ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিএনপি’র চেয়ারপারসন গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ মাস কারান্তরীণ রেখেছে। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট