চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিএসবিএমবি-২০১৯ কনফারেন্সে ইউজিসি চেয়ারম্যান

নব প্রযুক্তির বিকাশ এবং ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই

২৮ এপ্রিল, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএসবিএমবি)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী (২৭-২৮ এপ্রিল) ‘দ্যা বাংলাদেশ সোসাইটি ফর বায়কেমেট্রি এন্ড মুলেকুলার বাইলজি কনফারেন্স’ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সম্মেলনে সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিএসবিএমবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. হাসিনা খান এবং বিএসবিএমবি-এর সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিন শেখর। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রযুক্তির বিকাশ একদিকে বিশ^কে উন্নয়নের সুউচ্চ অবস্থানে আসীন করেছে অন্যদিকে এর ব্যবহার শ্রমিকের জায়গা দখল করে কর্মহীন করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। গতকালের আবিষ্কৃত নতুন প্রযুক্তির জায়গা দখল করে নিচ্ছে আরও উন্নত অন্য কোন প্রযুক্তি। তিনি বলেন, যন্ত্রের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতাপূর্ণ এই বিশে^ অবস্থান সুদৃঢ় রাখতে হলে নিজেদের নব নব প্রযুক্তির বিকাশ এবং তা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের বিশাল অংকের যুব শক্তি। প্রধান অতিথি এই বিশাল যুবশক্তিকে নতুন নতুন আইডিয়া তৈরি এবং মানবকল্যাণে নব নব প্রযুক্তিগত আবিষ্কারে অত্মনিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সম্পৃক্ত হয়ে বিশ^ দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আহ্বান জানান। প্রধান অতিথি কনফারেন্সের সার্বিক সাফল্য কামনা করেন। চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মু. গোলাম কবীর এবং উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান-এর পরিচালনায় অনুষ্ঠানে পিএইচপি ফ্যামেলির সম্মানিত চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, দেশ-বিদেশ থেকে আগত শিক্ষক-গবেষকবৃন্দ, বিএসবিএমবি-এর সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট