চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

৭ জুন, ২০১৯ | ৪:২৪ অপরাহ্ণ

পূর্বকোণ ডেস্ক

পিকআপ ভ্যান খাদে পড়ে ৩ রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম হাসান জানান, দুপুরে ঈদ উপলক্ষে কয়েকজন রোহিঙ্গা যুবক পিকআপ ভ্যানে করে উখিয়া থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নোয়াখালীপাড়া এলাকায় এলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত আরো ১০ জন। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট