২০ সেপ্টেম্বর, ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর সদরঘাট থানার কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
আটক মো. রানা (২৪) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ডের মো.আবু তাহেরের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে কালীবাড়ী মোড়ে হোটেল গোল্ডেন স্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭’র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট থানার কালীবাড়ি মোড়ে অস্ত্রধারী দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় মো. রানাকে আটক করে র্যাব। এ সময় ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে রানা জানায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানায়। গ্রেপ্তার রানা এবং উদ্ধারকৃত অস্ত্র সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 138 People