চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

সর্বশেষ:

৬ জুন, ২০১৯ | ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আহত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন নাছির-নওফেল

ঈদের নামাজে যাওয়ার সময় বাথরুমে পড়ে গিয়ে আহত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দেখতে আজ বৃহস্পতিবার (৬ জুন) নগরীর ম্যাক্স হাসপাতালে হাসপাতালে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দেখতে হাসপাতালে যান রাউজনের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাস্টার, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল আলম, বেক্সিমকো গ্রুপের ম্যানেজার মো. মহসিন চৌধুরী, পদ্মা অয়েল কোম্পানির ম্যানেজার রোমান চৌধুরী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, হারুনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (০৫ জুন) ঈদের নামাজে যাওয়ার জন্য গোসল করতে বাথরুমে পড়ে গিয়ে আহত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়।
পারিবারিক সূত্র জানায়, জিয়া উদ্দিন বাবলু কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। শুক্রবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট