চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর খালে মিলল যুবকের ভাসমান লাশ

পেকুয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর খালে মিলল যুবকের ভাসমান লাশ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যুবকের নাম আাজিম উদ্দিন (২২)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টইটং খালের নাপিতখালী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। আজিম টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া গ্রামের সাকের উল্লাহর ছেলে।

আজিমের স্ত্রী নাছিমা আক্তার জানায়, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আজিম জাল নিয়ে টইটং খালে মাছ ধরতে যায়। রাতে ঘরে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সকালে তার লাশ টইটং খালের নাপিতখালী পয়েন্টে ভেসে ওঠে। স্থানীয় লোকজন পেকুয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, লাশের সাথে জাল, রশি ও মাছ ছিল। পানিতে ডুবে আজিম মারা যেতে পারে। তার শরীরে কোনও ধরনের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট