১৩ সেপ্টেম্বর, ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করা হয়েছে। আজ রবিবার ( ১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ – ৩) হেলাল উদ্দীনের আদালতে এই মামলার আবেদন করা হয়েছে।
টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান নামের একজনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে নিহতের বড়বোন নূর বাদি হয়ে এই দুই মামলার আবেদন করেন। নিহত মিজানুর রহমান হোয়াইক্যংয়ের জিমনখালী এলাকার বাসিন্দা।
নিহত মিজানুর রহমানের মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামী করা হয়েছে বলে জানান বাদি পক্ষের আইনজীবী জুলখার নাইন জিল্লুর ।
মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, মিজানুর রহমান একজন কাজকর্ম করে খাওয়া মানুষ। গত ৪ এপ্রিল টেকনাফ থানা পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। ২০ লাখ টাকা দাবি করে পুলিশ।
বাধ্য হয়ে পরিবার নানাভাবে চেষ্টা করে ২ লাখ টাকা জোগাড় করে পুলিশকে দিলেও পুরো টাকা দিতে না পারায় গত ৫ এপিল রাত সাড়ে ১১টার দিকে নিজের এলাকায় এনে মিজানুর রহমানকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 191 People