৪ জুন, ২০১৯ | ১০:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে কনক মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৪ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
এ সময় মিষ্টি-হালুয়া তৈরিতে কাপড়ের রঙ ব্যবহার, ১ সপ্তাহ আগের রান্না করা বাসী হালিম এবং মেয়াদহীন রসমালাই বিক্রির দায়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. রুহুল আমিন জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কনক মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে দোকানি কনক সওদাগরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে উপজেলার কয়েকটি বিউটি পার্লারকে মেয়াদহীন প্রসাধনী ব্যবহার না করতে সতর্ক করা হয়। এছাড়াও ২ হাজার ৮৫০ টাকায় পাঞ্জাবি কিনে ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করায় দোকানিকে সতর্ক করা হয়।