৮ সেপ্টেম্বর, ২০২০ | ১১:৫৪ অপরাহ্ণ
সংবাদদাতা,কাপ্তাই
রাঙামাটির নানিয়ারচরে অজ্ঞাতনামা পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানি নিহত হয়েছেন। নিহতের নাম চা দোকানির নাম সুরেশ কুমার চাকমা (৪৫)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার সময় উপজেলার ঘিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে একটি অটোরিক্সাযোগে একদল পাহাড়ি সন্ত্রাসী সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি সিকল্যা পাড়ায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, নিহত সুরেশ চাকমা স্থানীয় চা বিক্রেতা। তিনি পার্বত্য চুক্তি বিরোধী একটি সশস্ত্র সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির হোসেন জানান, চা দোকানি হত্যার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলের দিকে থানা পুলিশের টিমসহ রওনা দিয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।
পূর্বকোণ/মামুন-আরপি
The Post Viewed By: 223 Peopleশুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।