চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় মেছো বিড়াল ধরল জনতা, বন বিভাগে হস্তান্তর

লোহাগাড়ায় মেছো বিড়াল ধরল জনতা, বন বিভাগে হস্তান্তর

লোহাগাড়া সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২০ | ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের পাশ থেকে স্থানীয়রা প্রাণিটি উদ্ধার করেন। পরে উপজেলা সদর ইউনিয়নের আলাউদ্দিন পাড়ার বাসিন্দা আবদুল আজিজ তার বাড়িতে নিয়ে যান।

আবদুল আজিজ জানান, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম মনজুর আলম মসজিদের বাথরুমে প্রাণিটিকে দেখতে পান। সেখান থেকে তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঘটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

মেছো বাঘ উদ্ধারের খবর পেয়ে ইউএনও তৌছিফ আহমেদ ঘটনাস্থলে উপস্তিত হন। পরে বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে উদ্ধারকৃত মেছো বাঘটিকে তাঁদের কাছে হস্তান্তর করেন।

বন বিট কর্মকর্তারা এটিএম গোলাম কিবরিয়া জানান, উদ্ধারকৃত মেছো বাঘটি আসলে একটি মেছো বিড়াল। এটি প্রায় দুই ফুট লম্বা। মেছো বিড়ালকে (Fishing Cat) অনেক এলাকায় মেছো বাঘ নামেও ডাকেন। বর্তমানে প্রাণিটি বন বিভাগের হেফাজতে রয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট