চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে পূর্বাঞ্চলের কমিউটার- এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৩০ অপরাহ্ণ

আগামী ১০ সেপ্টেম্বর থেকে কর্ণফুলী কমিউটার দিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলে চালু হচ্ছে লোকাল ট্রেন চলাচল। পরবর্তীতে ১৩ ও ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় ধাপে কমিউটার, মেইল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচলের মধ্যে দিয়ে স্বাভাবিক হচ্ছে আঞ্চলিক ট্রেনগুলো। চলতি মাসের ১৬ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে আরও ২৪টি ট্রেন পুনরায় চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী ১০ সেপ্টেম্বর চালু হচ্ছে-কর্ণফুলী কমিউটার। দ্বিতীয় দফায় ১৩ সেপ্টেম্বর চালু হবে- ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চাঁদপুর কমিউটার ও নোয়াখালী কমিউটার এবং তৃতীয় দফায় ১৬ সেপ্টেম্বর চালু হবে- নাজিরহাট কমিউটার-১, ২, ৫, ৬; লোকাল (চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম)।

যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে কোচের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।  এ নিয়ে করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার পর ফের ১০৪টি ট্রেন চালু হবে। বাকি আরও ২১৮টি মেইল ও লোকাল ট্রেনও পর্যায়ক্রমে চালু করা হবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট