চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চাঁন্দগাওয়ে কষ্টি পাথরসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

নগরীর চাঁন্দগাও থানাধীন ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের থালা, বাটি ও শিলসহ এক চোরাকারবারী আটক করেছে র‌্যাব। রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় র‌্যাব বাদল ঘোষকে (৫২) আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন ৪ নম্বর ওয়ার্ড এলাকায় চান্দগাঁও বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথর পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‌্যাব উক্ত স্থানে    অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী বাদল ঘোষকে আটক করা হয়। সে হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামের মৃত মহনী মোহন ঘোষের ছেলে। আটককৃত আসামিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ০৬ কেজি ১৯৫ গ্রাম ওজনের কষ্টি পাথরের ১টি থালা, ১টি বাটি ও ০১টি শিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কষ্টি পাথরের পুরাকীর্তি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট