চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডের কদমরসুলে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল নামক এস.আলম গ্রুপের একটি কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হটাৎ এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলেও এ রিপোর্ট লেখা (বিকাল পৌনে ৪টা) পর্যন্ত আগুন সম্পূ্ণ নিয়ন্ত্রনে আসেনি।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশানের লিডার মো. আতিকুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত এস.আলম গ্রুপের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল নামক বস্ত্র উৎপাদনকারী একটি কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে থাকা ফেব্রিক্সের বান্ডেল, মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন সরঞ্জামে ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ কুমিরা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

খবর পেয়ে কুমিরা ফায়ার ষ্টেশানের কর্মীরা সেখানে ছুটে গিয়ে আগুনের ভয়াবহ দেখে আগ্রাবাদ ও কুমিরা ফায়ার ষ্টেশনের সহযোগিতা কামনা করলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। তবে বিকাল পৌনে ৪টা পযন্ত তারা আগুন সম্পূর্ণরুপে নেভাতে পারেননি।

ফায়ার সার্ভিসের লিডার আতিকুল ইসলাম আরো বলেন, ‘বস্ত্র তৈরীর কাঁচামাল, যন্ত্রাংশসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেলেও তা কত টাকা মূল্যের হতে পারে তা নির্ধারণ করতে সময় লাগবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট