চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৭

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ১ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৯৯ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন; এর মধ্যে ১৮৯ জন নগরীর ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩২টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ৩২জন, বিআইটিআইডিতে ১৮ জন, চমেক ল্যাবে ২৭ জন এবং সিভাসু ল্যাবে আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৭টি নমুনা পরীক্ষা করে ৬জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।  

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৭টি নমুনা পরীক্ষা করে ৬জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১০৭ জনের। এরমধ্যে ৭৭ জন নগরীর এবং ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট