৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:২৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজারসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, অভিযানের ভয়ে দিনে না তুলে সন্ধ্যা হলেই সাঙ্গু নদী কোস্টগার্ড এলাকা হতে তৈলারদ্বীপে সেতু এলাকা পর্যন্ত ড্রেজার দিয়ে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। বুধবার অভিযান চালিয়ে ওই এলাকায় একটি ড্রেজারসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি নষ্ট করে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
ইউএনও শেখ জুবায়ের আহমদ বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 111 People