চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্ন স্থানে ঈদবস্ত্র বিতরণকালে বক্তারা

ঈদের খুশিবঞ্চিত না হয় যেন দরিদ্র কেউ

মফস্বল ডেস্ক

৪ জুন, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

মাহে রমজানে উপজেলার বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ঈদের খুশিবঞ্চিত না হয় যেন দরিদ্র কেউ, সে বিষয়ে ধনবানদের সচেতন থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভা সদরস্থ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন কার্যালয়ে ২ শতাধিক পুরুষ-মহিলার মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। ২ জুন দুপুরে সংগঠনের চেয়ারম্যান মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবদুল মাবুদ চৌধুরী মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ.লীগের আহবায়ক এম.কায়ছার উদ্দীন চৌধুরী, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, জাকের হোসেন কমরু। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুবলীগ নেতা সেলিম উদ্দীন প্রমুখ।
আনোয়ারা মেম্বারস এসোসিয়েশন: নিজস্ব সংবাদদাতা জানান, এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও ইউপি সদস্য এম ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী। ইউপি সদস্য মো. আবুজাফর চৌধুরী মিজান ও নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারাম্যান মৃনাল কান্তি ধর, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নুর আলী, অর্থ সম্পাদক কাজী ফেরদৌস, নারী নেত্রী সাজিয়া সুলতানা, ইউপি সদস্য ফরিদ আহমদ, মুছা তালুকদার, আবদুস সালাম, কুলছুমা আক্তার, নুরুল হক, মোক্তার হোসাইন ও মনোয়ারা বেগম।
আনোয়ারা প্রেসক্লাব: নিজস্ব সংবাদদাতা জানান, দুস্থ ও এতিমদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করা হয়। ২ জুন সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মুফিজ উদ্দিন। প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে ও জাহেদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা আলহাজ লিয়াকত আলী চৌধুরী, প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, মোরশেদ হেসেন। বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, বরুমচড়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা আবদুস সাত্তার আনোয়ারী, অর্থ সম্পাদক সুমন শাহ, প্রচার সম্পাদক ডিএইচ মনছুর, ক্রীড়া সম্পাদক আক্কাস উদ্দীন, প্রেসক্লাবের সহযোগী সদস্য এম ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন, মো. খোরশেদ, মো. তৌহিদুল হক, মহিউদ্দিন মন্জুর, কোরবান আলী টিটু প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন হাফেজ বজলুর রহমান হাশেমী।
ইসলামী যুব আন্দোলন বাঁশখালী: নিজস্ব সংবাদদাতা জানান, বাঁশখালীতে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে পৌরসভা সদরের গ্রিন চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা এস এম ফয়জুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দারুল মা’আরিফ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী। বক্তব্য রাখেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নূর আজিজী, বোয়ালখালী ওয়াহেদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হেলালুদ্দীন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কামাল, মুফতি নসিম, শোয়াইব বিন ফজলুল করিম, তাফহীমুল ইসলাম, সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, যুব আন্দোলন দক্ষিণ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন আসিফ ও যুব আন্দোলন বাঁশখালী শাখার সাবেক সভাপতি মিসবাহ উদ্দীন আরেফী।
সাতবাড়িয়া সুন্নী ফাউন্ডেশন: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার সাতবাড়িয়া আ’লা হযরত (রহ.) সুন্নী ফাউন্ডেশন ও খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতবাড়িয়া আলিফ শাহ পাড়া জামে মসজিদে মাস্টার ফরিদ আহমদের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এডভোকেট মোজাম্মেল হক ফারুকীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলু, বোরহান উদ্দীন গিফারী, মো. নাজিম উদ্দীন, শহিদুল্লাহ মুন্না, আবু বক্কর সিদ্দিক, মাওলানা মো. ইসহাক প্রমুখ।
সাদিয়ার স্বপ্নপূরণের পাঠশালা: চন্দনাইশ সংবাদদাতা জানান, উপজেলার পশ্চিম বৈলতলীতে মানবতার সেবায় পরিচালিত সাদিয়ার স্বপ্নপূরণের পাঠশালার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। পাঠশালার প্রতিষ্ঠাতা প্রকৌশলী সুলতানা সাদিয়ার সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের অনিক চৌধুরী, শিক্ষক ওয়াহিদুল ইসলাম রিফাত, লক্ষন বিশ্বাস নয়ন, নজরুল ইসলাম রুবেল, শিক্ষার্থী রিমা বিশ্বাস, নিশা দাশ, রুমি বিশ্বাস, শিউলি বিশ্বাস, পুজা দাশ প্রমুখ।
রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক: নিজস্ব সংবাদদাতা জানান, গত ৩০ মে সোহাগ কমিউনিটি সেন্টারে সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মু. আবদুল মাবুদ। সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন সিকদার, সৈয়দবাড়ি মানবাধিকার কমিশনের সভাপতি মাহবুব আলম সিকদার, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন মো. দিলশাদ, মো. জাহেদ, মো. সাকিব, মো. ইয়াছিন, মো. জোবায়ের, মো. সাইমন, মো. তারেক, মো. তানভীর, মো. সাজ্জাদ, মো. তুষার, মো. রহিম, মো. আরমান, মো. ইমতিয়াজ, মো. সাইদ আবদুল্লাহ, রিজুয়ান বাবু, আবু তাহের, মো. আরাফাত, মো. জাহেদ, মো. আতিকুর, মো. নওশাদ, মো. ইকবাল, মো. জমির, জিন্নাত তালুকদার, শারমিন আক্তার, সাদিয়া হুমায়রা, নিশাত জাহান, জোবাইরা আক্তার প্রমুখ।
রাউজান পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে এক হাজারেরও বেশি নারী-পুরুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাউজান মহিলা মাদরাসায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবীর সোহাগ। আরিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, হারুনুর রশীদ চৌধুরী টিপু, জসিম উদ্দিন, আজিজুল হক কোম্পানি, আবদুল মান্নান চৌধুরী, ইউনুছ, আসিফ ও হাসান তানভীর চৌধুরী। এতে এক হাজারেরও বেশি নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, মশারি ও ঈদসামগ্রী প্রদান করা হয়।
জলিল নগর সিএনজি চালক সমিতি: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানস্থ সমিতির উদ্যোগে সকল সদস্যদের মাঝে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকালে স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আজিজ উদ্দিন ইমু। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা নাছির উদ্দিন। আলোচক ছিলেন সংগঠনের সভাপতি মো. সফি। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ইকতিয়ার মেম্বার।
কিংডম অব ফানি পিপল পরিবার: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনটির রাউজান শাখার পক্ষ থেকে এতিম ও অসহায় শিশুদের মাঝে ২য় দফায় ৫০ জনকে ঈদবস্ত্র গত শনিবার আবছার মার্কেট সম্মুখে বিতরণ করা হয়। সংগঠনের এডমিন মহিউল ইসলামের সভাপতিত্বে ও এসকান্দর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য জামশেদ। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ কামাল, মাহাবুবুল আলম, তাজুল ইসলাম, সাহেদ হোসেন, রবিউল হোসেন, ইরফান, রিদয়, আলভী, সাগর, মারুফ, মানিক, মেহরাজ, সুমন, ওয়াদুদ, বাপ্পী, মুবিন, তানজীদ, শরীফ, বোরহান প্রমুখ। উল্লেখ্য, গত ২৪ মে ১ম দফায় নগরীর অপরাজেয় বাংলাদেশে ৫০ জন এতিমকে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
সদর রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার সদর ইউনিয়ন ৭ নম্বর রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মরহুম আকতার আলম ভুলুর স্মরণ সভা ও ইফতার মাহফিল গত বৃহস্পতিবার আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন হিরুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কাজী আবদুল ওহাব। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, জসিম উদ্দিন, মোজাম্মেল হক, সারজু মো. নাছের, আহসান হাবিব চৌধুরী হাসান, কাঞ্চন কুমার বিশ্বাস, সুমন কল্যাণ বড়ুয়া, নাছির উদ্দিন, ইসহাক ইসলাম, এম. মাসুদুল আলম, হাসান মো. রাসেল, এস.এম লিটন, এনামুল হক এনাম, আসিফ, প্রবাস বড়–য়া প্রবেশ, সাহাবুদ্দিন, এখতিয়ার মেম্বার, প্রভাত পাল কালু, জহির উদ্দিন, সাইফুল ইসলাম, ফোরকান, আবদুল নবী, লাকী চৌধুরী, শিলু বড়–য়া, রেহেনা আকতার, রাশেদুল আলম, ইকবাল হোসেন ইমন, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, খোরশেদ, দুলাল ও জিয়াউদ্দিন।
বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার বিকেলে স্থানীয় স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা সংঘপ্রিয় বড়–য়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। আবু কাউসার পন্নীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম, রবীন্দ্র লাল চৌধুরী, আবদুল খালেক, সধু বিকাশ বড়–য়া, প্রদ্যুৎ বড়–য়া লাবু, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আবু সৈয়দ আলমগীর, পল্টন কান্তি দেব, মহিউদ্দিন এমরু, বিজয় বড়–য়া, সরোয়ার আজাদ, আবু কাউসার পন্নী, আবু ফয়সাল, শিমুল বিশ্বাস, সাজ্জাদ কাদের জুয়েল, মো. মানিক, জুয়েল রানা, দ্রুব সরকার, ওসমান, তপন বড়–য়া, রোকন, ফারুক, জাহাঙ্গীর, মালেক, দৌলত হোসেন, কবির আহমদ, আনিসুর রহমান, আক্কাস প্রমুখ।
যুবলীগ নেতা সাঈদ খান আরজু: নিজস্ব সংবাদদাতা জানান, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা সাঈদ খান আরজুর ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের ইফতার মাহফিলের আয়োজন করেন। গত শুক্রবার বড়উঠান ইউনিয়নের মাদ্রাসার এতিম শিশুদের ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ইমরান হোসাইন। মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন, রুবেল, জাহেদ শাহ, জামশেদ, পারভেজ, তৌহিদ, তারেকুর রহমান ও রাকিব উদ্দিন।
কেডিএস গ্রুপ: নিজস্ব সংবাদদাতা জানান, বস্ত্রশিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে পটিয়ার ৬ গ্রামে ৪০ হাজার মানুষকে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত রবিবার সকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের গ্রামের বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের সাঈদাইর গ্রামে এ ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলার জিরি, কুসুমপুরা, বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের ৪০ হাজার মানুষের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়। কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান নিজ হাতে গরীব অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি মেম্বার আবুল হাসেম, সমাজিক সংগঠন এবিটস’র এর সভাপতি ইদ্রিস চৌধুরী অপু।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ: নিজস্ব সংবাদদাতা জানান, গত ৩১ মে সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব। বিশেষ বক্তা ছিলেন বর্তমান সভাপতি তানভির হোসেন তপু। সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শেখ মুজিব চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা আব্দুল হালিম, মাহমুদুল হাসান বাদশা, জাহেদুল ইসলাম, সুপায়ন সুশীল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ছাত্রলীগ নেতা বাদশা, সেলিম, রুবেল, রকি, মনিরুল ইসলাম প্রমুখ।
বাঁশখালী বিএমএসএফ: নিজস্ব সংবাদদাতা জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বাঁশখালীর সদস্যদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ৩১ মে। পৌরসদরস্থ কুটুম্ববাড়ী রেস্তোরাঁয় বিএমএসএফ দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির আইনবিষয়ক সম্পাদক বিএমএসএফ দক্ষিণ জেলা কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দক্ষিণ জেলার সদস্য শিব্বির আহমদ রানা ও সি-প্লাস টিভির বাঁশখালী প্রতিনিধি জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাইচার ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম. রুবেল। বক্তব্য রাখেন বিএমএসএফ দক্ষিণ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মো. শফি উল্লাহ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, মাই টিভি প্রতিনিধি শাহেদুল আলম, সৈয়্যদুল আলম, এরশাদ, জাহেদুল ইসলাম, আনোয়ার, আবছার উদ্দীন চৌধুরী জন্টু, লেখক তাফহিমুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শফকত হোসেন চাটগামী।
মাসিক বারাভী শরীফ পরিচালনা কমিটি: রাউজানস্থ আমিরহাট সর্তা ব্রিজ সংলগ্ন রহমানিয়া এবাদতখানায় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা এয়াছিন মাইজভা-ারী। মাওলানা মোজাম্মেল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা জসিম উদ্দিন আবেদী (ম.জি.আ)। প্রধান বক্তা ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। বিশেষ মেহমান ছিলেন উত্তরসর্তা গাউছিয়া মাদ্রাসার আরবি শিক্ষক মালানা আবদুল আজিজ কাদেরী, মাওলানা ক্বারী উসমান গণী, মাওলানা মুনসুর আলম নেজামী, মাওলানা আবদুল মালেক, মাওলানা সালেহ আকবর, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা কাজেম রেজবী, মাওলানা সোলায়মান চৌধুরী, হাফেজ ওমর ফারুক, মুহাম্মদ ওসমান, হাফেজ তারেক, প্রবাসী গোলাফুর রহমান, সৈয়দ মুবিন, মুহাম্মদ আলী প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা জসিম উদ্দিন আবেদী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট