চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুলকবহর ওয়ার্ডে ঈদবস্ত্র বিতরণকালে আবদুচ ছালাম

ঈদ ধনী দরিদ্র সবাইকে একই সাথে শামিল হবার শিক্ষা দেয়

৪ জুন, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

মাবিয়া-রশিদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নগর ৪১ ওয়ার্ডে গরীব অসহায় পরিবার মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে আসছে তারই ধারাবাহিকতায় গতকাল ৮নং শুলকবহর ওয়ার্ডে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, মুসলমানরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরেই ঈদ পালন করে থাকে। আল্লাহ ধনী দরিদ্র, অসহায়, মিসকিন সবাই এক সাথে আনন্দ উদযাপনের জন্যই মহান সৃষ্টিকর্তা এ আয়োজন নির্ধারণ করে দিয়েছেন। দুঃখের বিষয় ঈদ শুধুমাত্র সমাজের ধনীক শ্রেণীর উদযাপনের উপলক্ষ হিসেবে পরিগণিত হচ্ছে। সমাজের বিত্তবান শ্রেণী একমাত্র আল্লাহর দেয়া বিধান যথাযথ পালনের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অসমতা দূর করতে পারে। এজন্য শত প্রতিকূলতা মাড়িয়ে ঈদ ধনী দরিদ্র সবাইকে একই সাথে শামিল হবার শিক্ষা দেয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দ্দীর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিডিএ বোর্ড সদস্য তরুণ রাজনীতিবিদ, সমাজ সেবক কেবিএম শাহজাহান, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আকতার ফারুক, হোছনে আরা বাদশা, ডা. ধীমান সেন, আবুল বশর, বিমল বড়–য়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট