চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মাছের পোনা অবমুক্তকরণ ও বিনামূল্যে পোনা বিতরণ  

বাঁশখালী সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫০ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলা পরিষদ কপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে পোনা বিতরণ শুরু হয়েছে। উপজেলায় ৮৭টি বিভিন্ন জলাশয়ে ২৪০ কেজি জীবিত সুস্থ, সবল ও নিরোগ রুই জাতীয় মাছর পোয় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পোনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী মো. আশরাফুল ইসলাম, মো. মশিউর রহমান প্রমুখ।

মাছের পোনা বিতরণকালে নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘মাছের পোনা দেশের সোনা। যত বেশি মাছ উৎপাদন সম্ভব হবে তত বেশি মৎস্যজীবী লাভবান হবে। মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানী আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছেন। মৎস্য খাতের এই অনন্য সফলতা ধরে রাখতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।’ 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট