চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভুয়া এনআইডি-পাসপোর্ট তৈরি চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২০ | ৯:৪৬ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে  ভুয়া এনআইডি-পাসপোর্ট তৈরি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ  রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে আতুরার ডিপো এলাকার তারেক টেলিকম দোকানে এ অভিযান চালিয়ে মো. ফরহাদকে (২৩) আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান ।

আটককৃত মো. ফরহাদ (২৩) নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া কেশরপাড়ার আবু হাসানের ছেলে।

মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারেক টেলিকম  অভিযান চালিয়ে  প্রতারক চক্রের সদস্য ফরহাদকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ প্রতারণাসহ জালিয়াতির কথা স্বীকার করে। শীর্ষস্থানীয় দশজন রাজনীতিবিদের নামে অবৈধভাবে ফেইসবুক আইডি চালু করে পরিচালানা করে আসছিল সে। এসময়  বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের সফট কপি তার মোবাইলে পাওয়া যায়।

আটক ফরহাদকে  পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট