চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রেলের জায়গা থেকে সাড়ে ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

ষোলশহরের আমিন জুট মিলের দুই পাশে রেলওয়ের জায়গায় গড়ে তোলা ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা  ৯৮ একর জায়গা দখলমুক্ত করা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ।অভিযানে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, ভূ-সম্পত্তি কর্মকর্তা  ও পুলিশ- আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, রেলওয়ের জায়গা দখল করে অবৈধ ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা  হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম জানান, নাজির হাট সেকশনে রেললাইনের দুইপাশে সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আমরা চলমান রাখবো। আগামীতে রেলের জায়গা দখলকারীদের রিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট