চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আশুরায় সব ধরনের তাজিয়া-শোক মিছিলে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে আশুরায় তাজিয়া-পাইক মিছিল নিষিদ্ধ করেছে সিএমপি

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২০ | ৩:৩০ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারী কারণে আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া-পাইক মিছিল ও শোক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

আজ শনিবার (২৯ আগস্ট) সিএমপির জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন বলে জানানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট