চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চসিকের আর্থিক সংকট নিরসনে মন্ত্রীর আশ্বাস

চসিকের আর্থিক সংকট নিরসনে মন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২০ | ১০:৫৭ অপরাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের (এমপি) সাথে সাক্ষাৎ করেছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তিনি সাক্ষাত করেন।

এ সময় মন্ত্রীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান অবস্থান তুলে ধরেন খোরশেদ আলম ‍সুজন বলেন, চসিকের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ার কারণে নাগরিক দুর্ভোগ লাঘবে বেগ পেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি আয়ের প্রধান উৎস রাজস্ব খাতের আদায়ের সরবরাহ ব্যবস্থাপনার অদক্ষতার চিত্র সুস্পষ্ট। তাই মোট জনবলের মাসিক বেতন-ভাতা প্রদান করাটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ আর্থিক সক্ষমতার অভাবে স্থবির প্রায়।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, মন্ত্রণালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতার জন্য সব ধরনের সহযোগিতা করবেন। সম্ভাব্য আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে দেয়া হবে প্রণোদনাও।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট