চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২০ | ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।  আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে  প্রায় ২০ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়েছে বলে  চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিক কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের দক্ষিণ খাওবুং থেকে ৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৪। ভূমিকম্পের আঘাত বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে অনুভূত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটির পক্ষ থেকে তাদের নিজস্ব ওয়েব সাইটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট