চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্ণফুলীর তীরে ১০ একর ভূমি পুনরুদ্ধার

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২০ | ৪:০৯ অপরাহ্ণ

কর্ণফুলীর উত্তর পাড়ে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধ ও বৃহস্পতিবার (২৬ ও ২৭ আগস্ট) দুই দিনের উচ্ছেদ অভিযানে দুইশ’ কাঁচা ও সেমিপাকা ঘর, দোকান ভেঙে ১০ একর ভূমি পুনরুদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদ।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, প্রায় এক বছর আগে কর্ণফুলীর উত্তর পাড়ে সদরঘাট থেকে মাঝিরঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।  তখন উচ্ছেদ করা জায়গায় আবার কিছু অবৈধ দখলদার দোকান, ঘর ইত্যাদি তৈরি করার খবর পেয়ে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সহকারী এস্টেট ম্যানেজার মো. শিহাব উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘উচ্ছেদ অভিযানে ২০০ কাঁচা, সেমিপাকা ঘর, দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে ৩০ জন শ্রমিক ও ৩০ জন আনসার সদস্য অংশ নেন।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট