চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁকখালী নদী পার হতে গিয়ে ডুবে যুবক নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২০ | ১১:১২ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর-রামু উপজেলার সীমান্তবর্তী চাকমারকুল ও ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া নয়াপাড়া এলাকা থেকে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে উমখালী-নয়াপাড়ার পুরনো ঘাট এলাকায় বাঁকখালী নদী পার হতে গিয়ে পানিতে ডুবে ছলিম উল্লাহ (৩৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়। তিনি খরুলিয়া নয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে বলে স্থানীরা প্রাথমিকভাবে ধারণা করেছেন।

সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছলিমকে উদ্ধারের জন্য রামু উপজেলার ফায়ার সার্ভিসের সাত সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল হক নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের বাসিন্দা ছলিম বাঁকখালী নদীরসাঁতার কেটে উমখালীর ওপার থেকে নিজ গ্রামে তার ব্যক্তিগত কাজ শেষে ফিরছিলেন।

এ সময় বাঁকখালী নদীর মাঝপথে তিনি ডুবে নিখোঁজ হন। পরে সকাল ৮টার দিকে রামু উপজেলার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল হক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট