২৬ আগস্ট, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞপ্তি
বিশিষ্ট শিল্পপতি, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান এবং সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদের সহধর্মিনী ও সুপার গ্রুপের চেয়ারম্যান লুৎফুন্নেসা আহমেদ (জিমি) আর নেই।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, এক পুত্র, পুত্রবধূসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা লুৎফুন্নেসার মরদেহ চট্টগ্রামে নিয়ে আসার পর জানাজা ও দাফনের সময় জানানো হবে। মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য পরিবার- স্বজনদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
লুৎফুন্নেসা আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী। তিনি মরহুমারা রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পূর্বকোণ/এস-আরপি
The Post Viewed By: 137 People