চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কৃত্রিম মোড়কে পণ্য সংরক্ষণ: খুলশী মার্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২০ | ৬:৫০ অপরাহ্ণ

কৃত্রিম মোড়কে পণ্য সংরক্ষণ করায় নগরীর অভিজাত সুপারশপ খুলশী মার্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৬ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, আইন অনুযায়ী চাল, ডাল, মরিচ জাতীয় পণ্য সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক থাকলেও খুলশি মার্ট কর্তৃপক্ষ কৃত্রিম মোড়কে পণ্যগুলো সংরক্ষণ করছিল। ‌ তাই পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী খুলশি মার্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া প্রতিষ্ঠানটিকে চাল, ডাল, চিনি, পেয়াজ, রসুন, আদা, মরিচসহ আইন দ্বারা যে সকল পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, সেসব পণ্যে পাটজাত মোড়কের যথাযথ ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট