চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ পুলিশের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২০ | ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দ দুলালসহ ৭ জন পুলিশকে আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর এএসপি খায়রুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামীদের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই রিমান্ড শেষে আজ সোমবার (২৪ আগস্ট) আদালতে তোলা প্রধান তিন আসামী ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল এবং ইতোমধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া চার পুলিশ সদস্যের আরও সাত দিন করে রিমান্ড আবেদন করি। কিন্তু আদালত সাত দিন নাকচ করে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল ছাড়া অন্য চার পুলিশ সদস্যরা হলো- বহিস্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।
পূর্বকোণ/আরফাতুল-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট