চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নাফনদী থেকে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , কক্সবাজার

৩ জুন, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদীর কিনারায় বিজিবি ও ইয়াবা পাচারকারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় একটি নৌকা থেকে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার গভীর রাতে টেকনাফের হ্নীলা জাদিমুরা এলাকার নাফনদী থেকে এ বিপুল পরিমাণ ইয়াবাসহ নৌকাটি উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুরে টেকনাফ ২ ব্যাটলিয়ান সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানায়।
তিনি বলেন, শনিবার গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকার নাফ নদী দিয়ে আসার গোপন সংবাদে রাতে তাঁর নেতৃত্বে দমদমিয়া বিওপির একটি বিশেষ টিম নৌকা যোগে নাফনদীতে অভিযানে যায়। এর কিছুক্ষণ পর কয়েকজন ইয়াবা পাচারকারী একটি হস্ত চালিত নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে হ্নীলা জাদিমুরার দিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরর্ক্ষাথে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে পাচারকারীরা নাফ নদীতে পরে যায়। এ সময় নদীতে জোয়ার থাকায় পাচারকারীদের অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরবর্তীতে বিজিবি নৌকাটি তল্লাশি চালিয়ে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৮ কোটি ৮৬ লাখ টাকা বলে জানায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট