চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনা: চট্টগ্রামে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২০ | ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৮৭ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ৪ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬১ জন; এর মধ্যে ১৮২ জন নগরের ও ৭৯ জন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭২টিনমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ১৬ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেক ল্যাবে আরও ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।  

এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।  

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬৮টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৮৩ জনের। এরমধ্যে ৬১ জন নগরীর এবং ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট