চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

লঙ্গরখানা চালু করেছে শামসুল হক ফাউন্ডেশন

লঙ্গরখানা চালু করেছে শামসুল হক ফাউন্ডেশন

বিজ্ঞপ্তি

১৭ আগস্ট, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে লঙ্গরখানা। সংস্থাটির চান্দগাঁও গোলাম নাজির বাড়ি নিজস্ব কার্যালয়ে গত ১৫ই আগস্ট থেকে এ লঙ্গরখানা চালু করা হয়। প্রতিদিন দুপুর ২টা থেকে গরীব, এতিম ও অসহায়দের জন্য এই লঙ্গরখানার উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।

নাছির উদ্দীন বলেন, গরীব-অসহায় ও নিম্ন আয়ের মানুষ প্রতিদিন দুপুর ২টা থেকে সংস্হার নিজস্ব কার্যালয়ের প্রাঙ্গণে এসে তৃপ্তি সহকারে পেট ভরে আহার করতে পারবে। প্রতিদিন সুস্বাদু বিরানির সাথে সালাদ পরিবেশন করে অসহায় মানুষদের আপ্যায়ন করা হবে। প্রথম চারদিনের এ মহতী উদ্যোগে সহযোগী হওয়ার জন্য বাহরাইন প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ শাফি উদ্দিন সিআইপিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ধারাবাহিকভাবে এ লঙ্গরখানা চালিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রসঙ্গত, আগের মতো নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে একপ্লেট আহার বিতরন কর্মসূচি চালু থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট