২ জুন, ২০১৯ | ৩:৫৭ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
রাঙামাটি সরকারি মহিলা কলেজের পাশে একটি বাড়ির ভিত নির্মাণের সময় মাটিচাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন সেন্টু মিয়া (৪১), আঙ্গুর আলী (৬৫) ও মো. পাপ্পু মিয়া (৩৫)। আহত সাইফুলের বয়স ৪০।
রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, রবিবার (২ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার উদয়ন চাকমা আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানান, রবিবার দুপুর ১টার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুলশিক্ষিকার নির্মাণাধীন ভবনের ভিত নির্মাণের মাটি কাটার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রাঙামাটির কোতোয়ালী থানা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়ছে।
পূর্বকোণ/ পলাশ