চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদে ঘর সাজানো ফুলের জমজমাট বিকিকিনি

মরিয়ম জাহান মুন্নী

১ জুন, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

ঈদে নানা রকম ফুল, ফুলদানি ও ওয়াল পেপার দিয়ে ঘর সাজানোর শখ কম বেশি সবারই থাকে। ব্যস্ততা শুধু পোশাক কেনাকাটায় নয়। বরং সব কিছুতেই চাই নতুনত্ব। তাই শুধু নিজেকে সাজালেই হবে না। ঈদ উপলক্ষে নিজের ঘরটাকেও চাই পরিপাটি রাখতে। আর এ নিয়ে যেন পরিকল্পনার শেষ নেই। নিজের ঘরটাকে একটু যত্ন করে সাজানোর শখ কম বেশি সবারই আছে। আর মাত্র কয়েকদিন পরই সেই কাঙ্খিত পবিত্র ঈদুল ফিতর। পোশাক, জুতো, কসমেটিকসহ প্রায় সব কিছুর কেনাকাটা শেষ। তাই এখন ঈদ উপলক্ষে নিজের ঘর সাজানোর ফুল কেনায় ব্যস্ত ক্রেতারা। গতকাল নগরীর বিভিন্ন শপিংমল ও ফ্লাওয়ার স্টোরগুলো ঘুরে দেখা যায় ঈদ উপলক্ষে ঘর সাজানোর জন্য ফুল কিনতে দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। ঈদে মেহমানরা বসার ঘরেই বেশি সময় কাটান। তাই এ ঘরটাকে সবাই চায় একটু আলাদা সুন্দর

করে সাজাতে। সামান্য কিছু ফুল দিয়ে সৃজনশীল চিন্তা ও আপন মননশীলতা সাজিয়ে তুলেন ঘরটি। চায়না ও থাইল্যান্ড কাপড়ের তৈরি ফুল, মাটি ও সিরামিকের তৈরি ফুলদানি, ওয়াল স্টিকার, ঝাড়বাতি, মাটির তৈরি জিনিস পাতি, হালকা পেইন্টিং কিংবা সবুজ গাছ পালা দিয়ে খুব সহজেই গুছিয়ে নেয়া যায় ঘর। ঘর সাজানো এসব ফুলের মধ্যে রাবার ও কাপড়ের ফুলের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা যায়। রাবার ও কাপড়ের তৈরি ফুলগুলো হল লিলি, অর্কিড, গোলাপ, রাই গোলাপ, কাঁঠাল চাপা, হলুদ গাধা, জিনিয়া, রজনীগন্ধা বিভিন্ন জরির তৈরি ফুল, ফোমের তৈরি ফুল ও বিভিন্ন স্টিকার, ড্রাই স্টিকার, লতা ফুল, সবুজ রঙয়ের বিভিন্ন ফুল। এসব ফুলগুলো পাওয়া যাচ্ছে নগরীর বিভিন্ন শপিংমলসহ কিছু ফুলের দোকানে। রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে এসব ফুলের আছে বিশাল কালেকশন। এখানের মামুনি স্টোর, আবির স্টোর, আফমি প্লাজার ফেন্সি ফ্লাওয়ার, মেলা ফ্লাওয়ার, মতি টাওয়ার ও শপিং কমপ্লেক্সসহ আরো কিছু ফুলের দোকানে আছে ঘর সাজানোর এ ফুলগুলো। এসব ফুলের দাম আড়াই‘শ টাকা থেকে পাঁচ হাজার টাকা। বিভিন্ন ফুলের টব, তোড়া, লতা পাওয়া যাচ্ছে তিন‘শ টাকা থেকে আড়াই হাজার টাকায়। আফমি প্লাজার প্রধান গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে নানা রকম ফুলের পসরা নিয়ে অনেকটা জায়গা সাজিয়ে বসে আছে বাবলা সিদ্দিক। তিনি বলেন, ঈদ উপলক্ষে সব কিছুর পাশাপাশি মানুষ ঘর সাজানোর ফুলও কিনছে। ফুলের প্রতি মানুষের আগ্রহ সারা বছরই থাকে। তবে ঈদ উপলক্ষে নতুন নতুন স্টাইলের ফুলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যায়। আর এসব প্লাস্টিক ও কাপড়ের ফুলগুলো পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। আড়াই‘শ টাকা থেকে শুরু করে আছে বিভিন্ন দামের ফুল। এখানে কথা হয় ফুল কিনতে আসা তামান্ন ও নজরুল দম্পতির সাথে। তারা বলেন, ঈদে অনেক বন্ধু-বান্ধব আসবে বাসায়। তাই ঘর সাজাতে চাই চমৎকারভাবে। সেই সাথে নিজেরও ভালো লাগার একটা বিষয় আছে। তাই ঘর সাজানোর ফুল কিনতে এসেছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট