চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নগরীর গাউছুল আজম সিটিতে ইফতার মাহফিলে বক্তারা

রমজানে রয়েছে আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের সুযোগ

১ জুন, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার কমপ্লেক্স ময়দানে গতকাল শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, রমজানে মাসব্যাপী সিয়াম সাধনায় রোজাদার আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের প্রশিক্ষণ লাভ করে। রমজানে অর্জিত এ প্রশিক্ষণকে বছরের বাকি এগারো মাসেও এগিয়ে নিতে এক ফলপ্রসূ আধ্যাত্মিক উপায় রয়েছে গাউছুল আজম প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারে। পাপীকে নয়, পাপকে ঘৃণা করোÑ এ দর্শনে মহামনীষী গাউছুল আজম আজীবন অগণিত পথভ্রষ্টকে আলোর পথ দেখিয়েছেন, তাদেরকে সকল অন্যায় ও অসৎকর্ম থেকে ফিরিয়ে এনেছেন। এরই ধারাবাহিকতায় আধ্যাত্মিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মোর্শেদে আজম। কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা ছৈয়্যদ গাউছুল আজম স্মরণে এবং রুহানী আম্মাজান’র ওফাত বার্ষিকী এবং মোর্শেদে আজমের দীর্ঘায়ু কামনায় এ ইফতার মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি নগর সমন্বয় পরিষদ।
সহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা মো. নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. রাইসুল উদ্দিন সৈকত ও ফেভারিটা লিমিটেডের চেয়ারম্যান মো. মুনতাহার উদ্দিন সাকিব। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট