চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম জেলা রোভারের কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠান

মাদকমুক্ত সমাজ গঠনে স্কাউটিংকার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

২৮ এপ্রিল, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বে চট্টগ্রাম জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়, এতে গত বছরের জেলা রোভারের আয় ব্যায়ের হিসাব এবং আগামী বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন ও স্কাউটিং প্রোগ্রাম বাস্তবায়নের উপর আলোচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কাউটিংয়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০১৭ সালে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক চৌধুরী ফরিদ সহ ১৫ জন স্কাউটারকে সংবর্ধিত করা হয়। চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় ও সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক। সুনাগরিক সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমেই যুব সমাজকে মাদকমুক্ত ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কার্যক্রম একজন শিক্ষার্থীকে সৎ, যোগ্য, দক্ষ ও আত্মনির্ভরশীল হতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়া ২০১৮ সালে চট্টগ্রাম কলেজের ২ জন রোভার প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড অর্জন করায় সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ঝরনা খানম, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, জেলা রোভারের সহ-সভাপতি স্কাউটার রুহুল আমিন খান, ডিআরএসএল আফজর রহমান, যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দীন, স্কাউটার আবদুল হান্নান সিকদার, অধ্যক্ষ মফিজুর রহমান, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ মো. কফিল উদ্দীন, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ আমিনুল ইসলাম, স্কাউটার মোহাম্মদ এনাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট