চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ওয়েল ফুডের লাচ্ছা সেমাই বিএসটিআই পরীক্ষায় উত্তীর্ণ

৩০ মে, ২০১৯ | ৩:১৪ পূর্বাহ্ণ

ওয়েল ফুড লাচ্ছা সেমাইয়ে আরোপকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসটিআই। পুনরায় নমুনা পরীক্ষা করে মান ঠিক পাওয়াতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।
কারণ দর্শানোর পর গত ১২ মে বিএসটিআইকে পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার অনুরোধ জানায় ওয়েল ফুড। সে প্রেক্ষিতে ১৬ মে পণ্যের অনুকূলে দেয়া সিএম লাইসেন্স স্থগিত রাখা এবং কারখানা থেকে পুনরায় নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেয় বিএসটিআই। ১৭ মে পুনরায় পণ্যটির নমুনা সংগ্রহ করে বিএসটিআই। সংগৃহীত নমুনা পরীক্ষায় লাচ্ছা

সেমাইয়ের মান সঠিক পাওয়ায় নিষেধাজ্ঞা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয় বিএসটিআই।
তারই পরিপেক্ষিতে ওয়েল ফুডের লাচ্ছা সেমাই বিক্রয় বিপণন ও সরবরাহে আর কোন বাধা রইল না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট