চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দারিদ্র্য ও অশিক্ষার মেলবন্ধন ভাঙতে হবে : সিটি মেয়র

৩০ মে, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

দারিদ্র্য ও অশিক্ষার মেলবন্ধন ভাঙতে না পারলে প্রজন্মের পর প্রজন্ম দরিদ্র ও অশিক্ষার বেড়াজালে থেকে যাবে বলে অভিমত ব্যক্ত করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল বুধবার সকালে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন হিরনের সভাপতিত্বে এবং দুপুরে কাটগড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ছালেহ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় বাস্তবায়িত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আর্থ-সামাজিক উন্নয়ন তহবিল প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, মো. মোরশেদ আলম, মোহাম্মদ মোবারক আলী, আলহাজ জয়নাল আবেদীন, কাউন্সিলর আবিদা আজাদ, শাহানুর বেগম, ড. সোহেল ইকবাল, সরওয়ার হোসেন খান, ডাচ বাংলা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুবুল আলম, আহম্মদ শরিফ, কহিনুর আক্তার, তাসলিমা বেগম, জোহরা বেগম তারুসহ অন্যরা । সিটি মেয়র আরো বলেন, দারিদ্র্য ও অশিক্ষার এ মেলবন্ধন ভাঙতে আমাদের প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। তাই শিক্ষাই হোক আমাদের প্রধান বিনিয়োগ ।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীনের ঘোষণার মাধ্যমে এবং ডাচ বাংলা ব্যাংকের সহযোগিতায় পাহাড়তলীতে ৩৬৩৮জন এবং কাটগড়স্থ কমিউনিটি সেন্টারে ২৫২৫জন সহ সর্বমোট ৬১৬৩ জনকে ৪ কোটি ৩৫ লক্ষ ২৪ হাজার ২৫০ টাকা উপকারভোগী রকেট একাউন্টে অনুদানের টাকা তাৎক্ষণিক প্রেরণ করা হয়। মোবাইলে টাকা পাওয়ার এসএমএস পাওয়ার সাথে উপস্থিত উপকারভোগীরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট