চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

খাদ্যে রাসায়নিক সন্ত্রাস শীর্ষক সেমিনারে চবি ভিসি

যারা খাদ্যে রাসায়নিক দ্রব্য মেশায় তারা জাতির শত্রু

৩০ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী খাদ্যে রাসায়নিক দ্রব্য মিশিয়ে সাধারণ ভোক্তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যারা খাদ্যে রাসায়নিক মেশায় তার দেশ ও জাতির শত্রু।এটি এক ধরনের সন্ত্রাস। এখনি এ খাদ্যে রাসায়নিক সন্ত্রাসের লাগাম টানতে হবে। গত ২৫ মে আগ্রাবাদস্থ দি ভিলেজ রেস্টুরেন্টে খাদ্যে রাসায়নিক সন্ত্রাস : প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চেীধুরী এ কথা বলেন। বিএনএ আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিলে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল নিউজ বিএনএ ডটকম ও বিএনএ’র সম্পাদক মিজানুর রহমান মজুমদার।এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী। বিষয়বস্তুর উপর আলোচনা সভায় অংশ নেন বিএসটিআইএর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক প্রকৌশলী সেলিম রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. নাজের হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল,সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস,চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মো.রেজা, বিএনএ’র ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন,সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি,শহীদ উল আলম, ফারুক ইকবাল, জসিম চৌধুরী সবুজ, এজেএম হায়দার,পংকজ দস্তিদার প্রমুখ। মূল প্রবন্ধে বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার বলেন, বেচেঁ থাকার জন্য খাদ্য জরুরী হলেও তার চেয়ে বেশী জরুরী নিরাপদ খাদ্য । টেকসই জীবন ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট