চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্নস্থানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা

মাহে রমজান মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত স্বরূপ

পূর্বকোণ ডেস্ক

৩০ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত স্বরূপ।
এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : সংগঠনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে রমজান মাসব্যাপী দোয়া ও ইফতার মাহফিলের ২২ তম দিনে চট্টগ্রাম ১৪ দল ও মহানগর যুবলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে নেতৃবৃন্দকে স্বাগত জানান এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। এ সময় তিনি নেতৃবৃন্দদের উদ্দেশে বলেন আমার পিতা মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী আপনাদেরকে নিয়ে জনগণের মঙ্গলের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন। মাহে রমজান মাসে পরিশুদ্ধ মন নিয়ে তার সে স্বপ্ন পূরণে লক্ষ্য অর্জনের জন্য আপনাদেরকে নিয়োজিত হওয়ার আহ্বান জানাই। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ১৪ দলের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাম্যবাদী দলের অমূল্য বড়–য়া, জাতীয় পার্টি জেপি মহানগরের আহ্বায়ক আজাদ দোভাষ, গণ আজাদী লীগের মহানগর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ত্বরিকত ফেডারেশনের কাজী আহসানুল মোরশেদ আলকাদেরী, ন্যাপের মিটুল দাশগুপ্ত, জাসদের বেলায়েত হোসেন এবং মহানগর যুবলীগের পক্ষে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের এরশাদ মামুন প্রমুখ।
দ.বাকলিয়া শ্রমিক লীগ : দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গত ২৭ মে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চর চাক্তাই দলীয় কার্যালয়ে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মো. ঈঁসার সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আবদুল আহাদ। উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, দক্ষিন বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম নুরু সও:, মহানগর যুবলীগের সাবেক শ্রম সম্পাদক বখতিয়ার ফারুক, যুবলীগ নেতা জাবেদ হোসেন, শ্রমিক লীগ নেতা লিটন দাশ, আবদুল হান্নান, হিরণ মিয়া, মো. মামুনুর রশিদ প্রমুখ।
চকবাজার : সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র পক্ষে চকবাজার কাতালগঞ্জ স্কুলে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় ৫ শতাধিক দুঃস্থ পরিবারবর্গের কাছে ইফতার সামগ্রী হস্তান্তর করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ। হাজী সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এ.কে.এম আনিসুজ্জামান, আলী নেওয়াজ খান, পারভেজ, মঞ্জুরুল, যুবলীগ নেতা আনোয়ার মান্নান, কাজল প্রিয় বড়–য়া, মো. নিজাম উদ্দিন, মো. মহিউদ্দিন, মাকসুদ জামিল মারুফ, মুজিবুর রহমান রাসেল, রিপং সিং প্রমুখ।
কাজীর দেউড়ি মোড়ে ইফতার : মাহে রমজান উপলক্ষে নগরীর কাজীর দেউড়ি মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু ব্যবস্থাপনায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক এর সার্বিক সহযোগিতায় মাসব্যাপী তিনশ’ থেকে সাড়ে ৩০০ রোজাদার পথচারী নারী-পুরুষের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন, জামাল খান ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সানজু, মো. বাচা, মো. জাকির, মাইকেল বিশ্বাস, মো শওকত, নগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, ফয়সাল ইসলাম বাবু, বাহরাইন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন সাইফুল, রিপন ঘোষ, সাগর দাশ, রুবেল সরকার, মো. হায়দার আলী প্রমুখ।
সরকারি কমার্স কলেজ ব্যবস্থাপনা বিভাগ : বিভাগের বিবিএ ও এমবিএ ২য় ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী গত ২৮ মে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ চিজ ম্যানিয়া রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল মুবিন, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুসেন কুমার বড়–য়া, শিক্ষা বোর্ডের উপসচিব মো. সাইফুদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ সাইমন মোরশেদ, মিশু বড়–য়া, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন সোহাগ, তাওহীদুল কবির, আসাদুজ্জামান রাজু, মোহাম্মদ সোহেল, আরাফাত উদ্দীন, আনোয়ার হোসেন, রাজিয়া সুলতানা রাহি, সামিনা এহসান তারানা প্রমুখ।
রেলওয়ে শ্রমিকলীগ : নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে গত ২৮ মে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আজমল ও জেটি শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান খন্দকারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজউল ইসলাম সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মো, গিয়াস উদ্দিন, ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. ছলিম উল্লাহ বাচ্চু, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া, শ্রমিক লীগ নেতা মো. কামাল উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. ইমাম হোসেন উজ্জ্বল, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম মিথন। এতে আরো বক্তব্য রাখেন, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সুজন প্রমুখ।
পথরাজ্য : সামাজিক সংগঠন পথরাজ্য’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২৮ মে সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ কর্মসূচি ও ইফতার মাহফিল ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথরাজ্যের সাধারণ সম্পাদক দিপন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আব্দুল মান্নান, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকি হিমাদ্রী, ডেল্টা লার্নিং সেন্টার’র প্রধান নির্বাহী মো. আলমগীর, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, জুয়েল আহমেদ, ব্যাংকার মো. নাদিম, ছাত্রনেতা হোসেন মো. এরশাদ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম: সংগঠনের উদ্যোগে গত ২৮ মে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি সংস্কৃতিকর্মীদের উদ্দেশ্যে বলেন, এরা সমাজের সবচেয়ে সচেতন অংশ। সমাজ প্রগতির আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা গৌরবোজ্জ্বল। সমাজ থেকে অসাম্য, বৈষম্য ও অনাচার দূরীকরণে তাদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। এতে মূখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অনুপ বিশ্বাস। সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক রফিকুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইছা, রায়হান ইউসুফ, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কবি আশীষ সেন, সনজিত আলম, দীপেন চৌধুরী, কাজল দত্ত, শানু দাশ, পলাশ কুমার দেব, তানভীরুল ইসলাম নাহিদ, শামসুল হায়দার তুষার, শীলা চৌধুরী, মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী: বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৮ মে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান যথাক্রমে নুরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, সরওয়ার মোর্শেদ তালুকদার, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, মজিবুর রহমান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর রুবেল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী, দেবাশীষ বিশ্বাস, তাসমিন আকতার কাকলী। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. হোসেন ইকবাল ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস কে নুর হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়া, সহকারী শিক্ষক সমাজ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাজান, মো. শফিউল আজম, আব্দুল আজীজ, নাজিম উদ্দীন আহম্মদ, মো. মাহফুজুর রহমান প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে ঈদ উপলক্ষে রউফাবাদ ছোট মনি নিবাস ,মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান এবং সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে গত ২৬ মে নতুন বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন গভর্নর নাসির উদ্দিন চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ। উপস্থিত ছিলেন লায়ন আসেদা জালাল এমজেএফ, লায়ন সিতারা গাফফার, লায়ন এ কে এম শওকত হাসান খান, লায়ন আহসান, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফ, লায়ন মনির আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী , লায়ন শুভ নাজ জিনিয়া প্রমুখ।
মহানগর ছাত্রলীগ : সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে নগরীর রিমা কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিদের বরণ করে নেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। নগর ছাত্রলীগের এই ইফতার মাহফিলে অংশ নেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামীলীগ এর সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা চন্দর ধর, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিডিএ বোর্ড সদস্য এম আর আজিম, নগর ছাত্রলীগের সাবেক স্ট্যায়ারিং কমিটির সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু, শওকত আলম, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার , ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ও নগর যুবলীগ সদস্য ওয়াসিম উদ্দিন, শ্রমিক লীগ নেতা আবু হোসেন আবু, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকন, এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন প্রমুখ।
প্রভাকর ক্লাব : বিবিরহাটস্থ প্রভাকর ক্লাবের উদ্যোগে মাহে রমজান শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মো. ইদ্রিস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু’র সঞ্চালনায় হামজারবাগস্থ আজাদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা হাজী মোবারক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোরশেদ হোসেন, সংগঠনের উপদেষ্টা বখতিয়ার মিয়া, সৈয়দ সলিমউল্লাহ শাহ মসজিদের পেশ ইমাম ক্বারী জাবের আহমদ রিজভী, সমাজসেবক ও সংগঠক আবু নাছের মুন্সি, সহ সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক এস এম সিরাজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাহুল, অর্থ সম্পাদক হাজী আফিফ রফিক প্রমুখ।
বঙ্গবন্ধু ল’টেম্পল ছাত্রলীগ ও ছাত্রসংসদ : সংগঠনের উদ্যোগে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৭ মে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ল’টেম্পলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস এড.আনোয়ার হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক এড. কফিল উদ্দীন, কলেজ ছাত্র সংসদের ভি.পি এড. উজ্জ্বল সরকার। এতে আরো বক্তব্য রাখেন মোশারফ হোসেন,শান্তনু চৌধুরী,আলাউদ্দীন লিটন,নাবির আহমদ লিটন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট