চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতীকী ছবি

বায়েজিদে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৯ | ১১:৫২ অপরাহ্ণ

নগরীর বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে চাঁদা না পেয়ে মামুনুর রশিদ ইমন নামে এক প্রবাসীর উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার (২৯ মে) বিকেল ৫টার দিকে বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রবাসী মামুনুর রশিদ ইমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত প্রবাসী মামুনুর রশিদ ইমনের ভাই আনিসুর রশিদ থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানায় বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি পূর্বকোণকে বলেন, ‘বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামুনুর রশিদ ইমন নামে এক প্রবাসী আহত হয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ দিয়েছেন আহত মামুনুর রশিদ ইমনের ভাই আনিসুর রশিদ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
মামলার বাদি আনিসুর রশিদ বলেন, বালুচড়া এলাকায় বাড়ি তৈরি করছি আমরা। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে। তারা টাকা না দিলে বাড়ির নির্মাণ কাজ করতে দিচ্ছে না। বুধবার ফের চাঁদার জন্য এসে আমার ভাইকে পিটিয়ে আহত করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট