চট্টগ্রাম শনিবার, ১০ জুন, ২০২৩

লাইসেন্স নিয়ে দালালি, ৬ জনকে ৫ দিনের কারাদণ্ড

পূর্বকোণ ডেস্ক

২৯ মে, ২০১৯ | ৪:৫০ অপরাহ্ণ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে দালালি করার সময় হাতেনাতে কাগজপত্রসহ ৬ দালালকে আটক করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ মে) দুপুর ১টার দিকে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, সোহেল রানা এবং এস এম মনজুরুল হক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক দালালরা হলেন, মো. মহসীন চৌধুরী (২৬), মো. মুন্না (২৫), আবুল খায়ের (৫২), মো. খোরশেদ (৫০), মো. জানে আলম (৩৮) ও মো. শাহা আলম (৪০)।

আটক দালালদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নিয়ে দালালি করার সময় সন্দেহজনকভাবে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এদের মধ্যে ৬ জন লাইসেন্স নিয়ে দালালি করে। জড়িত ৬ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/ রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট