চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বৃহস্পতি ও শুক্রবার বিক্রি

তীব্র গরমে রেণু নিয়ে বেকায়দায় আহরণকারীরা

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

তীব্র গরমের কারণে বেকায়দায় পড়েছেন হালদার ডিম আহরণকারীরা। গত দুই দিনে বেশ কিছু মাটির কুয়ার রেণু মরে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। বর্তমানে হ্যাচারিতে রেণু পরিচর্যা নিয়ে ব্যস্ত রয়েছেন ডিম আহরণকারীরা।
এদিকে আগামী বৃহস্পতি ও শুক্রবার রেণু বিক্রি হবে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা। রেণু মরে যাওয়ার প্রসঙ্গে হালদার ডিম সংগ্রহকারী হাটহাজারীর গড়দুয়ারা গ্রামের কামাল উদ্দিন সওদাগর দৈনিক পূর্বকোণকে বলেন, ‘সোম ও মঙ্গলবার তীব্র গরমে এখানকার বেশ কিছু মাটির কুয়ার রেণু নষ্ট হয়ে গেছে। আমারও একটি কুয়ার রেণু মরে গেছে। গরমের কারণে কুয়ার পানি দ্রুত পরিবর্তন করতে হয়। এর ব্যত্যয় ঘটলে রেণু মরে যাচ্ছে।’
কামাল উদ্দিন সওদাগর বলেন, ‘আগামী বৃহস্পতি ও শুক্রবার রেণু বিক্রি শুরু হবে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘হাটহাজারীর মদুনাঘাট, শাহ মাদারি ও মাছুয়াঘোনা হ্যাচারিগুলো সার্বিক নজরদারি রাখা হয়েছে। প্রতিদিন হ্যাচারিগুলো পরিদর্শন করছি। ডিম আহরণকারীদের সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে সার্বক্ষণিক বিদ্যুৎ, পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তীব্র গরম পড়লেও তুলনামূলক সরকারি হ্যাচারিগুলোতে তেমন সমস্যা হচ্ছে না। তবে মাটির কুয়া দিয়ে ডিম আহরণকারীরা তুলনামূলক সমস্যা আছেন। গরমে রেণু মারা যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
প্রসঙ্গত, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে থেকে গত শনিবার রাতে ডিম দেয় রুই জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) মাছ। নদী থেকে আহরণকৃত ডিমে রেণু ফোটাতে কুয়াতে নিয়ে যায় সংগ্রহকারীরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট