চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে গত ২৪ ঘণ্টায় দুই পুলিশসহ আরও ৭ জন করোনা শনাক্ত

রাউজান সংবাদদাতা

৪ জুন, ২০২০ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাস দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সর্বশেষ রাউজান থানার আরো দুই পুলিশ ও এক আনসারসহ নতুন করে আরো ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন আজ আজ বৃহস্পতিবার (৪ জুন) রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতের রিপোর্টে নতুন করে উপজেলায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রাউজান থানার দুই পুলিশ ও একজন আনসার সদস্য রয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, বুধবার রাতের রিপোর্টে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল্লাহ, কনস্টেবল মো. মফিজ, বিশেষ আনসার বুলবুল করোনা শনাক্ত হয়েছেন। এর আগে গত সোমবার (১ জুন) রাতে উপ-পরিদর্শকক (এসআই) আবু বক্কর করোনা শনাক্ত হন।

 

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট