চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফজলে করিমের ভাই ফজলে রাব্বি’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ফজলে করিমের ভাই ফজলে রাব্বি’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ফজলে করিমের ভাই ফজলে রাব্বি’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২০ | ৩:৫২ অপরাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক (৭০) আজ বৃহস্পতিবার (৪ জুন) মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহে—–রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ বৃহস্পতিবার (৪জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এ.কে.এম ফজলুল কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এবিএম ফজলে রাব্বি চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি সফল ব্যবসায়ি ও নানা মানবিক ও সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন প্রকৃত সমাজসেবককে হারিয়েছেন। তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট