চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আর্থ-সামাজিক উন্নয়ন তহবিলের অর্থ বিতরণ করলেন মেয়র

২৯ মে, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় বাস্তবায়িত চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থ-সামাজিক উন্নয়ন তহবিলের আওতায় ২ কোটি ২১ লক্ষ ৯ হাজার ৮০ টাকা উপকারভোগীদের রকেট একাউন্টে প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার নগরীর দক্ষিণ পাহাড়তলী, মোহরা, পূর্ব বাকলিয়া, পূর্ব মাদারবাড়ী, পাথরঘাটা, বক্সিরহাট ওয়ার্ডের ৩ হাজার ২শ ৫৯ জন উপকারভোগীকে এই টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকালে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আর্থ-সামাজিক উন্নয়ন তহবিল প্রদান ও মতবিনিময় সভায় উপকারভোগীদের রকেট একাউন্টে এই অর্থ প্রদান করা হয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা’র সভাপতিত্বে সভায় কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সরদার এম আসাদুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সোহেল ইকবাল। এতে আরো বক্তব্য রাখেন টাউন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আকতার। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত জনগণের অর্থ যেন নিয়ম- কানুন মেনে ব্যয় করা হয় তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আর্থিক অনুদান পরিকল্পিতভাবে ব্যবহার করলে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন হবেই।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট