চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা

আর্থসামাজিক ব্যবস্থার সুষ্ঠু সমাজ নির্মাণে যাকাত অনন্য ভূমিকা রাখে

পূর্বকোণ ডেস্ক

২৯ মে, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে আয়োজিত ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণের খবর আসা অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত মাহফিলের আলোচনা সভায় বক্তারা বলেন,
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন : পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে পদ্মা অয়েল কোম্পানী হেড অফিস চত্বরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) মো. আবু সালেহ ইকবাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওআইসি’র ফিকাহ একাডেমীতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. সাইয়েদ আবদুল্লা আল-মারুফ। এ ছাড়াও আলোচক ছিলেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও কাতালগঞ্জ বড় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক আজহারী। সভায় সূচনা বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তারা রমজানের তাৎপর্য, শিক্ষা ও আমাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন।
কেয়া : কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) এর উদ্যোগে গত ২৭ মে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সৈয়দ হাফেজ আহমেদের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি এবং রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু । বিশেষ অতিথি ছিলেন রিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির,অধ্যক্ষ ছৈয়দুল আজাদ,অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, অধ্যক্ষ আবদুর রহিম,মো সাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, আল আমিন শেখ প্রমুখ।
বেঙ্গল এয়ার লিফ্ট গ্রুপ : বেঙ্গল এয়ার লিফ্ট গ্রুপ চট্টগ্রাম অফিসের ইফতার মাহ্ফিল আগ্রাবাদ এমব্রোসিয়া রেস্টুরেন্টে বেঙ্গল এয়ার লিফ্ট গ্রুপ এর সিইও আরিফ রহমান এর সভাপতিত্বে ব্যবস্থাপক কল্যাণ পালের পরিচালনায় গত ২৭ মে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম অফিসের ডিরেক্টর শারমিন হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর আমিরুল ইসলাম, চট্টগ্রাম অফিসের ম্যানেজার কল্যাণ পাল, ডিজিএম. সিএন্ডএফ তারেক ইকবাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজ্জাদ ইবনে ইসলাম এবং এসিস্ট্যান্ট ম্যানেজার আনোয়ারুল মুবিন।
এসআইবিএল : সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, মুরাদপুর শাখায় সমাজ পরিবর্তনে যাকাত ও ক্যাশ ওয়াক্ফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদপুর শাখার এসএভিপি ও ব্যবস্থাপক মোহাম¥দ মোকতার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ। প্রধান আলোচক ছিলেন ড.আ.ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদ, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও সদস্য, শরীয়াহ্ সুপারভাইজারী কমিটি, এস.আই.বি.এল. প্রধান কার্যালয়, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ফোরকানুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান, এসআইবিএল. চট্টগ্রাম। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএনসি: বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস নগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৬ মে সিআরবিস্থ তাসফিয়া গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনসি’র কেন্দ্রিয় প্রেসিডেন্ট ডা. এম.জি. ভূঁঞা, কেন্দ্রিয় উপদেষ্টা এড. মনোরঞ্জন দাশ, প্রেসিডিয়াম সদস্য ডা. নেপাল দাশ গুপ্ত, কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, বিএনসি কেন্দ্রিয় সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমেন বড়–য়া। এতে সভাপতিত্ব করেন বিএনসি চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. সিরাজুল ইসলাম। বিএনসি মহানগরীর সাধারণ সম্পাদক আশিষ বড়–য়া জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা. আশিষ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক ডা. অরুন কুমার রায়, প্রচার সম্পাদক এয়ার মুহাম্মদ খোকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা শিশির বড়–য়া, সুমন কান্তি বড়–য়া।
হোপ ফাউন্ডেশন : সংস্থার উদ্যোগে মানসিক, বাক, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। এ উপলক্ষে নগরীর হামজারবাগ রহমানিয়া স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ইমরান সাইদ রবিন। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদ মাহমুদ। সাধারণ সম্পাদক হোসেন মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর শাহ আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, উপদেষ্টা আরিফ মাইনুদ্দীন, যুবনেতা আশরাফুল গণি। আলোচনায় অংশ নেন জনসংযোগ বিষয়ক কর্মকতা আসিফ রহমান বাবু, শিক্ষা বিষয়ক কর্মকতা ফারজানা ইয়াসমিন সীমা, অর্থ সম্পাদক মো. সোয়েব, আইটি বিষয়ক সম্পাদক মো. আরমান প্রমুখ।
চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি : সংগঠনের উদ্যোগে গত ২৬ মে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সমিতির সভাপতি রেজাউল খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর গবেষক এম জহিরুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ভিপি জিল্লুর রহমান (রায়হান)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সমিতির উপদেষ্টা আবুল বাশার, উপদেষ্টা লায়ন এ কে এম শাফিজুল ইসলাম। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন হারুন উর রশিদ হাওলাদার মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদ কোম্পানি, সহ-সভাপতি মো. ইসমাইল হাওলাদার, আবুল কালাম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জামাল উদ্দীন কান্টু, অর্থ সম্পাদক শাহ আলম, ফজল কবির, মো.সাইদুল ইসলাম শহীদ, মো. দিদারুল আলম, সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সত্তার, সিরাজুল ইসলাম, নেজাম উদ্দীন, জহিরুল ইসলাম, মাওলানা আবদুস সালাম প্রমুখ।
গাউছিয়া ইসলামী পাঠাগার: নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওতাধীন পূর্ব মুহুরীপাড়ার গাউছিয়া ইসলামী পাঠাগারের মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৬ মে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ এম. শাহজাহানের সভাপতিত্বে পূর্ব মুহুরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর। প্রধান বক্তা ছিলেন ফকিরহাটস্থ হযরত নুর মোহাম্মদ (রহ.) জামে মসজিদের খতিব হাফেজ মওলানা সৈয়্যদ মুহাম্মদ মুনির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা মহিউদ্দিন নেছারি, এম সাহেদ উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমান ও মুহাম্মদ রিয়াদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক এম জয়নুল আবেদীন।
বারাবাপ : বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ (বারাবাপ) এর উদ্যোগে আয়োজিত ‘উই লাভ চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভা গত ২৬ মে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবদুল মান্নান। এসময় বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের নেতৃবৃন্দ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর আদলে উন্নয়ন, অবকাঠামো তৈরিসহ উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখার ৪৫ দফার একটি দাবিনামা তুলে ধরেন। বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সভাপতি এস.এম সিরাজুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলহাজ সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বারাবাপের নির্বাহী সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম, সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাপ রহমান, সহ-সভাপতি এডভোকেট সৈয়দ মো. কামাল উদ্দিন, শিক্ষা সচিব প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, বারাবাপ সহ-সভাপতি রেখা আলম চৌধুরী, কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর গিয়াস উদ্দিন, মহানগর আ. লীগ সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবু উদ্দিন আহাম্মদ, বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, লায়ন নাজমুল হক চৌধুরী প্রমুখ।
সিসিএ সিনিয়রস ক্লাব: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) সাবেক শিক্ষার্থীদের সংগঠন সিসিএ সিনিয়িরস ক্লাবের পবিত্র ইফতার মাহফিল ও পূনর্মিলন অনুষ্ঠান ২৭ মে নগরীর একটি অভিজাত রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্রিকেট একাডেমির পৃষ্ঠপোষক, সিসিএ’র সাবেক অধিনায়ক, পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম (রিংকু)। সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিএ সিনিয়িরস ক্লাবের কর্মকর্তা শাহেদুল আবছার চৌধুরী (রিটু), মোহাম্মদ সেলিম, ইমাম হোসেন নোমান, আশরাফুল কবির রিয়াদ, প্রিন্সিপাল আরিফুল হক, মোহাম্মদ ফরহাদ, হাসান পারভেজ, গ্য়িাসউদ্দিন মো. আজগর (পলাশ), তানজির হাসান সাইমন, সুমন মিয়া, আলী হায়দার, তানভির মাহমুদ, ফয়েজউল্লাহ্ সুমন, আবু সাঈদ, দিদারুল করিম সজিব, আবু বকর সিদ্দিক, রনি চৌধুরী, ইমরানুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সিসিএ’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২০ সালের প্রথম দিকে বিশাল আকারে রজত জয়ন্তী উৎসব পালনের ঘোষণা দেন এবং এ লক্ষ্যে এখন থেকে কাজে নেমে পড়ার আহবান জানান।
আল-আরফাহ ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোন: ব্যাংকের চট্টগ্রাম জোনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৫ মে অনুষ্ঠিত হয়। নগরীর টাইগারপাসের আমবাগান এলাকার নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট আলহাজ খলিলুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক, সেলিম রহমান প্রমুখ। সভায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও সংস্কৃতি বিভাগের ড. এস এম বোরহানউদ্দিন এবং ইসলাম শিক্ষা বিভাগের মো. আবুল হোসেন আজহারী।
চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশন : নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের সভাপতি এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চসিক রাজস্ব কর্মকর্তা মো. মুজিবুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এতে বক্তব্য রাখেন চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের সহ সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সহ সাধারণ সম্পাদক আবুল বশর, দাউদ আব্দুল্লাহ লিটন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।
স্টুডেন্টস মিশন অব বাংলাদেশ : সংগঠনের উদ্যোগে চসিক ১নং ওয়ার্ডের নন্দীরহাট ইমাম হোসাইন (রা) মাস্টার সিরাজ নুরানি ইবতেদায়ি মাদ্রাসায় এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আরমান শাহর সভাপতিত্ব ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সংগঠক মুহাম্মদ ফরিদুল ইসলাম। উদ্বোধক ছিলেন ‘অর্কিড’ সামাজিক উন্নয়ন সংস্থার আহ্বায়ক মুহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ বাবর, মুহাম্মদ সায়েম প্রমুখ।
চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতি : সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল তকাল সোমবার কোর্ট রোডস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতি সভাপতি নূর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সমিতির সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এবং ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মো. মামুনুর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহম্মদ মাসুম চৌধুরী। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর জহুর হকার্স মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শহীদুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ সেলিম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সহ সাধারণ সম্পাদক মো. এরশাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম.এ নেওয়াজ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক দীপাংকর আচার্য্য, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
চন্দনাইশ সমিতি চট্টগ্রাম : নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার নগরীর ভিআইপি টাওয়ারস্থ রিহ্যাব অফিসে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল কৈয়ম চৌধুরী। আলোচনায় অংশ নেন সাংগঠনের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, মহাসচিব একরাম হোসেন, জাহাঙ্গীর আলম, অধ্যপক আজম খান, ট্রাস্টি সদস্য এড. দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, নবী খান, মাহবুবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী , এম এ ফয়েজ, ফয়সাল আজীম সুমন, আবদুল মান্নান, মো. এরশাদ, এড. নজরুল ইসলাম, মো. ইদ্রীস, জামাল উদ্দীন, আবদুল রহিম চৌধুরী, জাহেদুল আলম, খুরশিদ রোকেয়া, রফিকুল ইসলাম, আবদুল আলিম, আবদুল্লাহ মোহাম্মদ শাদ, নেজামুল হক, এড. জোবাইর হোসেন শিবলু, এড. সুমন সরকার, আবূ সায়িদ, নজরুল ইসলাম, ইসমাইল চৌধুরী হানিফ, বেলাল হোসেন মিটু, হামিদুর রহমান, নুর উদ্দীন চৌধুরী, মলকতুর রহমান মুনিব, সওকাতুল আলম প্রমুখ।
এসকেএস : পাহাড়তলী হাজীক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার পাহাড়তলী সরাইপড়া কার্যালয়ে এম সালাহউদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসকেএসের প্রশিক্ষণার্থীদের মধ্যে হোসনে আরা হেপি, জান্নাতুল ফেরদাউছ, শারমিন, মেহেরীন, মিলি ও মুক্তা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট