চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাউন্সিলর মোরশেদের উদ্যোগ

নিম্ন আয়ের মানুষের জন্য ২০ টাকা দরে চাল বিক্রি

২৯ মে, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য ২০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি সর্বোচ্চ ১০ কেজি চাল ক্রয় করতে পারবে। শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ খোলা বাজারে প্রতিদিন ১০ টন চাল বিক্রয় করবে। এই কার্যক্রম ঈদের আগের দিন অবধি প্রতিদিন দুপুর ১টা হতে রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে। এব্যাপারে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ২/১টি কাপড় দিয়ে সারা বছর পার করেন। তাদের ঈদের নতুন কাপড় কেনার সামর্থ্যও থাকে না। মূলত তাদের কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছি, যাতে তারা কিছু টাকা সাশ্রয় করে তাদের ঈদের নতুন কাপড় কিনে আর সকলের মতই ঈদের আনন্দ উদযাপন করতে পারে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট