চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্মরণসভায় বক্তারা শহীদ উদ্দীন সততা ও আদর্শের প্রতীক

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২৯ মে, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয় গত ২৭ মে বিকেলে।
দোহাজারী সিটি সেন্টার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান বেগ। ব্যবসায়ী সমিতির সা. সম্পাদক কাজী শাহেদ নুরের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করেন উপজেলা কৃষক লীগের সা. সম্পাদক নবাব আলী, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি এমএ রাজ্জাক রাজ, সা. সম্পাদক এসএম নাছির উদ্দিন বাবলু, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক এসএম রহমান, ট্রাফিক পুলিশের এটিআই মতিয়ার রহমান, মরহুমের বড় ছেলে ফাহমিদ চৌধুরী রাহী, বখতিয়ার হোসেন, রাশেদুল ইসলাম, ইসলামী ফ্রন্ট নেতা কলিম উদ্দীন, জয়নাল আবেদীন আঙ্গুর, ওসমান গণি, আবু তাহের, মো. শরিফুল ইসলাম, মো. নাছির উদ্দীন, মোহাম্মদ আরফাত, আবদুল গফুর, আবুল মনছুর প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী ছিলেন সততা ও আদর্শের প্রতীক। তিনি আজীবন সত্যের পথে কলম চালিয়েছেন। সভাশেষে মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহাবুবুর রহমান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট